Units and Measurement(একক ও পরিমাপ )
প্রাকৃতিক রাশি (Physical Quantity):পরিমাপ যোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই প্রাকৃতিক রাশি বা ভৌতরাশি বলে ।যেমন দৈর্ঘ্য ,ভর ,সময় ,তাপমাত্রা এবং গতিবেগ ইত্যাদি । ( Any natural subject that can be measured directly or indirectly is known as physical quantity. Example-Length,Mass,Time,Temperature,Velocity etc)
দুই প্রকারের ভৌত বা প্রাকৃতিক রাশি হয় - 1 . স্কেলার রাশি 2. ভেক্টর রাশি (Physical Quantity is of two types- 1) Scalar Quantity 2) Vector Quantity.)
1)
স্কেলার রাশি ( Scalar quantity)-যে সকল রাশির শুধু মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে ।যেমন - দৈর্ঘ্য ,ভর , সময় ও ঘনত্ব ইত্যাদি । (Quantities that have only magnitudes but no directions are known as scalar quantity.Examples - Length,Mass,Time , Density etc.)
2)ভেক্টর রাশি(Vector Quantity) - যে সকল রাশির মান ও অভিমুখ দুইই আছে তাদের ভেক্টর রাশি বলে ।যেমন - সরণ , বেগ ,ত্বরণ এবং বল ইত্যাদি ।(Quantities having both magnitudes and directions and added according to vector addition rules are known as vector quantity. Examples- Displacement,Velocity,Acceleration Force etc.)
ভেক্টর রাশির জ্যামিতিক প্রকাশ (Geometrical Expression of Vectors)- যেহেতু এই রাশির মান ও দিক দুটোই আছে এই রাশি তীর চিহ্ন যুক্ত সরলরেখা দ্বারা এবং মোটা ইংরেজী অক্ষরের দ্বারা প্রকাশ করা হয় ।যেমন AB বা ⟶(Since it has both magnitude and direction it is represented by bold English letter with a overhead directed line segment. Such as AB etc.)
স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য
স্কেলার রাশি
|
ভেক্টর রাশি
|
1.স্কেলার রাশির মান আছে ,অভিমুখ নেই ।
|
1.ভেক্টর রাশির মান ও অভিমুখ দুটিই আছে ।
|
2.দুটি স্কেলার রাশির গুনফল সর্বদা স্কেলার রাশি হয় ।
|
2'.দুটি ভেক্টর রাশির গুনফল স্কেলার বা ভেক্টর দুইই হতে পারে ।
|
3.এক জাতীয় স্কেলার রাশির যোগ বা বিয়োগ বীজগণিতের সাধারণ নিয়ম অনুসারে হয় ।
|
3.অভিমুখ থাকায় এক জাতীয় ভেক্টর রাশির যোগ বা বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় না ।
|
4. একক যুক্ত বা একক হীন সংখ্যার দ্বারা স্কেলার রাশি প্রকাশ করা হয় ।
|
4.কিন্তু ভেক্টর রাশিকে একটি তীরচিহ্ন যুক্ত সরল রেখাংশ দ্বারা প্রকাশ করা যায় ।
|
প্রাকৃতিক রাশির একক (
Units of Physical Quantities) -- কোনো রাশি মাপতে হলে ওই রাশিটির একটি নিৰ্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটির পরিমান ওই প্রমাণ মানের যত গুণ তা মাপা হয় ।ওই প্রমাণ মানটিকে ওই রাশির একক বলে ।(When a physical quantity is measured a suitable amount of the quantity is taken standard value and the quantity is measured by comparison with the predetermined standard value.This standard value is called unit of the quantity)
এককের প্রয়োজনীয়তা (Utility of Units )- একক ছাড়া কোনো ভৌত রাশি পরিমাপ করা সম্ভব নয় ।ভৌত রাশির সঠিক পরিমাপের জন্য এককের প্রয়োজন হয় ।একক ছাড়া শুধু সংখ্যা দ্বারা কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না ।বিভিন্ন ভৌত রাশির স্বাতন্ত্রতা বুঝানোর জন্যে এককের প্রয়োজন হয় । যেমন - 10 গ্রাম ও 10 মিটার দ্বারা আমরা ভর ও দৈর্ঘ্য নামে দুটি রাশিকে বোঝানো হয় ।বিভিন্ন ভৌত রাশির মধ্যেসম্পর্ক স্থাপনের জন্য এককের প্রয়োজন ।(It is not possible to measure physical quantity without units. Physical quantity is expressed in numerical value with units.Physical quantity with units maintain its difference from other quantity.When relation between quantities are needed to be established units are taken into consideration.)
প্রাথমিক বা মৌলিক একক এবং লব্ধ একক ( Fundamental and Derived Units)-
পদার্থবিদ্যায় এককের সংখ্যা প্রচুর । বিভিন্ন এককগুলিকে শ্রেণিবদ্ধ করার প্রয়োজনীয়তা আছে । এককগুলিকে সাধারণত দুটি শ্রেণীতে বিভক্ত করা হয় ।(There are so many units in Physics.We need to classify them.We can classify them as two types) --
1)প্রাথমিক একক ( Fundamental Unit )2) লব্ধ একক (Derived Unit).)প্রাথমিক একক (Fundamental Units) - যে ভৌত একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যে রাশিগুলির এককের সাহায্যে অন্যান্য রাশির একক গঠন করা যায় তাদের প্রাথমিক বা মৌলিক একক বলে ।যেমন - দৈর্ঘ্য ,ভর ,সময় ,তাপমাত্রা ,তড়িৎ প্রবাহ মাত্রা ,দীপন প্রাবল্য ও পদার্থের পরিমাণ, - এই সাত টি রাশির একক স্বাধীন এককগুলিকে মৌলিক বা প্রাথমিক একক বলে ।( Units of those physical quantities that are independent and have no dependency with one another are called Fundamental Units.In CGS System these are taken as units of Length,Mass and Time.But in SI System these are units of Length, Mass, Time , Electric current,Temperature,,Amount of matter,Intensity of light.
Fundamental units are limited in numbers.)
2)লব্ধ একক (Derived units)- যে ভৌত রাশিগুলির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় সেই সব এককগুলিকে লব্ধ একক বলে ।যেমন - বেগ ,ত্বরণ ,ভরবেগ ,বল ও কাজ ইত্যাদি এর একক হল লব্ধ একক ।(Units that are derived from fundamental units are known as Derived units.These are units of Velocity,acceleration,momentum,Force,Work etc.There are so many derived units)
বেগের একক লব্ধ .একক কেন ?
বেগ = সরণ / সময় । অর্থাৎ বেগের একক = সরণের একক /সময়ের একক । সুতরাং বেগের একক দৈর্ঘ্য ও সময়ের এককের ওপর নির্ভরশীল । এজন্য বেগের একক লব্ধ একক ।
এককের বিভিন্নপদ্ধতি ( Different System of Units) -আগেকার দিনে বিজ্ঞানীরা পরিমাপের জন্য তিন প্রকারের পদ্ধতি ব্যবহার করতেন । যেমন CGS পদ্ধতি ,FPS , MKS পদ্ধতি ।কিন্তু বর্তমানে দুই প্রকারের পরিমাপের পদ্ধতি প্রচলিত CGS এবং SI(System of International Units)পদ্ধতি (In earlier time scientist used three systems of units.1) CGS System 2) FPS System 3) MKS System.But now Two system of units are in use 1) CGS 2) SI System In CGS System unit of length -(cm),of mass - Gram(g) and unit of time -Second(s).
CGS পদ্ধতি
রাশি
|
একক
|
প্রতীক
|
1.দৈর্ঘ্য
|
সেমি
|
cm
|
2.ভর
|
গ্রাম
|
g
|
3.সময়
|
|
s
|
In SI System following are the fundamental units.
SI পদ্ধ তিতে বিভিন্ন একক
রাশি
|
|
প্রতীক
|
1. দৈর্ঘ্য
|
মিটার
|
m
|
2.ভর
|
কিলোগ্রাম
|
kg
|
3. সময়
|
সেকেন্ড
|
s
|
4.তড়িৎ প্রবাহ মাত্রা
|
এম্পিয়ার
|
A
|
5. উস্নতা
|
কেলভিন
|
K
|
6. আলোর দীপ্তি
|
ক্যান্ডেলা
|
cd
|
7.পদার্থের পরিমাণ
|
মোল
|
mol
|
কোণ (Angle) - রেডিয়ান (radian (rd))(এটি একটি পরিপূরক একক )
SI পদ্ধতিতে কয়েকটি লব্ধ এককের নাম এবং প্রতীক -
রাশি
|
একক
|
প্রতীক
|
1.আয়তন
|
ঘনমিটার
|
m³
|
2.ত্বরণ
|
মি /সে²
|
m/s²
|
3. বল
|
নিউটন
|
N
|
4.ভরবেগ
|
কিলোগ্রাম-মিটার
|
Kg-m
|
5.কার্য্য বা শক্তি
|
জুল
|
J
|
6.ক্ষমতা
|
ওয়াট
|
W
|
7.চাপ
|
পাস্কাল
|
Pa
|
8.তড়িতাধান
|
কুলম্ব
|
C
|
9.তড়িৎবিভব
|
ভোল্ট
|
V
|
10.রোধ
|
ওহম
|
ᘯ
|
11.কম্পাঙ্ক
|
হার্টজ
|
Hz
|
12.ঘনত্ব
|
কিগ্র্যা /মি³
|
kg m⁻³
|
13.গাঢ়ত্ব
|
মোল/মি³
|
mol m⁻³
|
আরো অধিক জানার জন্য নীচের লিংক টি ওপেন কর -
https://wordpress.com/block-editor/post/physicsproblemsdotcom.wordpress.com/33
একক হীন রাশি (Unitless Physical Quantity)-যে সমস্ত প্রাকৃতিক রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাত আকারে প্রকাশ করা যায় তাদের কোনো একক থাকে না । এদের একক হীন রাশি বলে ।(If a physical quantity is defined as the ratio of two similar quantity then it is called unitless
quantity).
উদাহরণ (Example )- 1) কোনো মৌলের পারমানবিক ওজন = মৌলের একটি পরমাণুর ভর/ একটি C¹² পরমাণুর ভরের 1/12 অংশ ।(Atomic weight = Mass of an atom of an element /Mass of a single hydrogen atom.) 2) আপেক্ষিক গুরুত্ব ( Specific Gravity) = কোনো বস্তুর ভর /4ºC উস্নতায় সম আয়তন জলের ভর (Mass of an object/ Mass of equal volume of water at 4 degree C.)
একই ভাবে বলা যায় আনবিক ভর ,বিকৃতি ,আপেক্ষিক আর্দ্রতার কোনো একক নাই ।
বিভিন্ন ছোটো ও বড় একক বোঝাতে বিভিন্ন উপসর্গের(Prefix) প্রয়োগ ।
CGS ও SI পদ্ধতিতে অনেক ক্ষেত্রে দৈর্ঘ্য ,ভর ও সময়ের পরিমাপের ক্ষেত্রে নিম্ন লিখিত উপসর্গ গুলি ব্যবহার করা হয় ।
ছোটো একক প্রকাশ করার জন্য ব্যবহৃত উপসর্গ :
উপসর্গ
|
ভগ্নাংশ
|
চিহ্ন
|
ডেসি (deci)
|
10⁻¹
|
d
|
সেন্টি (centi)
|
10⁻²
|
c
|
মিলি (mili)
|
10⁻³
|
m
|
মাইক্রো (micro)
|
10⁻⁶
|
μ
|
ন্যানো nano)
|
10⁻⁹
|
n
|
পিকো(pico)
|
10⁻¹²
|
p
|
ফেমটো(femto)
|
10⁻¹⁵
|
f
|
অটো(atto)
|
10⁻¹⁸
|
a
|
বড় একক প্রকাশ করার জন্য ব্যবহৃত উপসর্গ
উপসর্গ
|
গুণিতক
|
চিহ্ন
|
ডেকা
|
10
|
da
|
হেক্টো
|
10²
|
h
|
কিলো
|
10³
|
k
|
মেগা
|
10⁶
|
M
|
গিগা
|
10⁹
|
G
|
টেরা
|
10¹²
|
T
|
পেটা
|
10¹⁵
|
p
|
এক্সা
|
10¹⁸
|
E
|
দৈর্ঘ্য ভর ও সময়ের এককের আধুনিক ধারণা (Modern concept of units of length,mass and time):
দৈর্ঘ্যের SI একক হল মিটার (Unit of length in SI System ie. metre(m) )-শুন্য মাধ্যমে আলো 1/299792458 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক মিটার বলে ।
SI পদ্ধতিতে ভরের একক- কিলোগ্রাম (Unit of mass in SI System - kilogramme(kg))--ফ্রান্সের প্যারিসে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজার্স অফিসে রাখা প্ল্যাটিনাম ও ইরেডিয়াম সংকর ধাতুর তৈরি একটি নিরেট চোঙের ভরকে এক কিলোগ্রাম বলা হয় (It is defined as mass of a cylinder made of platinum and irridium kept at International Bureau of Weights and Measures in Paris.)
সময়ের একক -সেকেন্ড( Unit of Time(second))--গড় সৌর দিনের 86400 ভাগের এক ভাগকে এক সেকেন্ড বলে ।
সৌরদিন - পৃথিবীর কোনো ভৌগলিক মাধ্যরেখাকে সূর্যের পর পর দুবার অতিক্রম করতে যে সময় লাগে তাকে এক সৌর দিন বলে ।
গড় সৌরদিন - সৌরদিনের মান সারা বছর সমান হয় না ।এক বছরের সমস্ত সৌরদিন যোগ করে 365 দিয়ে ভাগ করে সৌরদিনের যে গড় পাওয়া যায় তাকে গড় সৌর দিন বলে ।
সেকেন্ডের আধুনিক সংজ্ঞা
তেজস্ক্রিয় সিজিয়াম -133 পরমাণুর একটি প্রমাণ চুম্বক ক্ষেত্রে 9192631770 সংখ্যক কম্পন সম্পন্ন করতে প্রয়জনীয় সময়কে এক সেকেন্ড বলে ।( I t is the time taken by Cesium atom (133) to complete 9192631770 vibrations in standard magnetic field.)
আয়তনের একক (Units of Volume)-- কোনো বস্তু যে পরিমাণ জায়গা দখল তাকে বস্তুটির আয়তন বলে ।(The amount of space occupied by an object is known its volume).CGS এবং SI পদ্ধতিতে আয়তনের একক যথাক্রমে ঘন সেমি( cm³)এবং ঘন মিটার(m³ )(Its units in CGS and SI system are cm^3 and m^3 respectively.)তরল পদার্থের আয়তনের একক হল লিটার (To measure the volume of liquid Litre(L) unit is used.) 4º C উস্নতায় এক কিলোগ্রাম জলের আয়তনকে এক লিটার বলে ।(It is the volume of 1 kilogram of water at 4 ^0 C.) এক লিটার = 1000 c.c (1 L = 1000 cm^3, 1 dm^3 = 1000 cm^3,1 decimeter^3 (1dm^3) = 1000 cm^3 = 1 L.)
লিটারের সংজ্ঞাতে তাপমাত্রার উল্লেখ (Cause of mentioning 4 degree celsius in definition of litre.)-
উস্নতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলের আয়তনের পরিবর্তন হয় ।4ºC উস্নতায় জলের আয়তন সর্বনিম্ন হয় ।4ºC থেকে উস্নতা বাড়লে বা কমলে জলের আয়তনও বাড়ে ।(Volume of water changes with temperature. But its minimum volume is at 4ºC celsius due to its anomalous expansion.Its volume increases irrespective of increase or decrease of temperature from 4 degree celsius.)
ঘনত্ব (Density) -
পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে ।যদি একটি বস্তুর ভর M এবং আয়তন V হয় তাহলে ঘনত্ব হবে M/V CGS এবং SI পদ্ধতিতে এর একক হল যথাক্রমে g/cm³ এবং kg/m³ |(It is the mass of unit volume of matter.If the mass of an object is M and its volume is V then its density is M/V.Its unit in CGS and SI system are g/cm^3 and kg/m^3 respectively.)
1 kg/m³ = 1000 g/10⁶cm³ = 1/1000 g/ cm³or 1 g/cm³ = 1000 kg / m³
বিভিন্ন মাত্রার একক (Units of different sizes) -
অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে নিন্নলিখিত একক গুলি ব্যবহৃত হয় (To measure extremely small length the following units are in use).
1 Micron = 10⁻⁶ m এটি আণুবীক্ষণিক দৈর্ঘ্য মাপের ক্ষেত্রে ব্যবহৃত হয় (used to measure microscopic object).
1 Nanometer(nm) = 10⁻⁹m. ,আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিমাপে ব্যবহৃত হয় ।(used to measure wave length of light.)
1 Angstrom(A^0) = 10⁻¹ºmআলোর তরঙ্গদৈর্ঘ্য পরিমাপে ব্যবহৃত হয় ।( used to measure wave length.)
1 X - unit = 10⁻¹³ m,পরমাণুর ব্যাসার্ধ পরিমাপে ব্যবহৃত হয় ( used to measure radius of atom).
1 fermi = = 10⁻¹⁵ m ,পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরিমাপে কাজে লাগে (used to measure radius of nucleus.)
অত্যাধিক বৃহৎ দৈর্ঘ্য পরিমাপে নিম্নলিখিত একক গুলি ব্যবহৃত হয় ।(To measure extremely large length following units are used.)
1 Astronomical unit (AU)= 1.4960x10¹¹ m , নক্ষত্রের দূরত্ব পরিমাপে কাজে লাগে ।(used to measure distances between stars) .
আলোকবর্ষ - শুন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে ।এক আলোকবর্ষ = 9.46 x 10¹² km,নক্ষত্রের দূরত্ব ও গ্যালাক্সির দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে ব্যবহৃত হয় ।(1 Light year = Distance traversed by light in vacuum in one year =9.46 x 10¹² km used to measure distances between stars and length of galaxies.)
ভরের বিভিন্ন একক (Different types of units of mass.)
পারমানবিক ভর একক(u) - 1 u = 1.66054x10⁻²⁷ kg,পরমাণুর ভর পরিমাপে কাজে লাগে ।(1 atomic mass unit (u) = 1.66054x10⁻²⁷ kg ,used to measure atomic mass.)
ক্যারেট - 1 carat = 0.2 g ,সোনা ও হীরা পরিমাপে কাজে লাগে (1 carat = 0.2 g used in measurement of mass of gold and diamond.)
প্রাকৃতিক রাশির মাত্রা (Dimensions of Physical Quantity)
কোনো ভৌত রাশির মধ্যে মূল এককগুলি যে ঘাতে অবস্থান করে তাকে ওই রাশির মাত্রা বলে ।(It is a combination of powers of fundamental units( units of mass ,length, time etc) that constitute a physical quantity.)
মৌলিক রাশি গুলির মাত্রা নিম্নলিখিত ভাবে প্রকাশ করা হয় ।(Dimension of fundamental units is expressed in the following way).
ভরএর মাত্রা = M, দৈর্ঘ্য = L, সময় = T,তাপমাত্রা = ፀ,তড়িৎ প্রবাহমাত্র = I ,আলোর তীব্রতা =J, পদার্থের পরিমান = N (Mass = M,Length = L, Time = T, Temperature = theta ,Electric current = I, Light intensity = J, Amount of matter = N.)
কয়েকটি রাশির মাত্রীয় সংকেত ও একক (Dimensional formula of different quantities and units)
রাশি
|
রাশির পরিচয়
|
মাত্রীয় সংকেত
|
মাত্রীয় সমীকরণ
|
SI একক
|
1.ক্ষেত্রফল(A)
|
দৈর্ঘ্য x প্রস্থ
|
[L²]বা [MºL²Tº]
|
[ A]= [MºL²Tº]
|
m²
|
2.আয়তন (V)
|
দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা
|
L³ = [MºL³Tº]
|
[ V] = [MºL³Tº]
|
m³
|
3.ঘনত্ব( ρ)
|
ভর / আয়তন
|
[M/L³] বা[ ML⁻³] বা [ML⁻³Tº]
|
[ρ] = [ ML⁻³]
|
kg/m³
|
4.বেগ (v)
|
সরণ / সময়
|
[ LT⁻¹] বা [Mº LT⁻¹]
|
[v ]= [Mº LT⁻¹]
|
ms⁻¹
|
5.ত্বরণ (a)
|
বেগের পরিবর্তন /সময়
|
[LT⁻²] বা [M⁰LT⁻²]
|
[a ]= [M⁰LT⁻²]
|
ms⁻²
|
6.বল (F)
|
ভর xত্বরণ
|
[MLT⁻²]
|
[F] = [MLT⁻²]
|
N বা kgms⁻²
|
7.কাৰ্য্ বা শক্তি(W)
|
বল x সরণ
|
[ MLT⁻²] x [L ]= [ML²T⁻²]
|
[ W] =[ML²T⁻²]
|
kgm²s⁻²
|
8.চাপ (P)
|
বল /ক্ষেত্রফল
|
[ MLT⁻²]/ [L²] = [ML⁻¹ T⁻² ]
|
[P ]= [ML⁻¹ T⁻² ]
|
Nm⁻²
|
9.ক্ষমতা(p )
|
কার্য / সময়
|
[ML²T⁻²]/ [T ] =[ML²T⁻³]
|
[ p ]= [ML²T⁻³]
|
Js⁻¹
|
10.ভরবেগ
|
ভর x বেগ
|
[M] [LT⁻¹ ] = [MLT⁻¹]
|
|
kgms⁻¹
|
মাত্রার সমগোত্রীয়তা(Principle of Homogeneity of Dimensions)
নীচের সাধারণ সমীকরণটি বিবেচনা করে,
A + B = C, এই সমীকরণটি পদার্থবিদ্যার হলে, A,B ও C হল ভৌত রাশি, তিনটি রাশির মাত্রা একই হবে।কারণ মাত্রা এক না হলে সমীকরণটির কোন অর্থ হয় না।যদি A দৈর্ঘ্য হয় তাহলে B ও দৈর্ঘ্য হবে।C এর ও মাত্রা হবে দৈর্ঘ্য।একেই বলে মাত্রার সমগোত্রীয়তা বলে।
মাত্রীক বিশ্লেষণের প্রয়োগ:
চারটি গুরুত্বপূর্ণ প্রয়োগ আছে -
1.সমীকরণের সত্যতা যাচাই করা যায়।
2.যে কোনো ঘটনায় সংযুক্ত ভৌত রাশিরগুলির মধ্যে সমপর্ক স্থাপন করা যায়।
3.কোনো সমীকরণের মধ্যে অবস্থিত ধ্রুবকের মাএা নির্ণয় করা যায়।
4 এক এককের পদ্ধতি থেকে অন্য এককের পদ্ধতিতে রূপান্তর করা যায়।
যে সকল রাশি এককহীন রাশি সেগুলি মাত্রাহীন রাশিও হয় ।আপেক্ষিক গুরুত্ব ,আনবিক ভর ,বিকৃতি ,প্রতিসরাঙ্ক ,বিবর্ধন ,কোণ প্রভৃতি হল মাত্রাহীন রাশি । কোণ মাত্রাহীন রাশি হলেও এর একক আছে ।কোনের একক রেডিয়ান ।
গাণিতিক প্রশ্ন :
1. E = m c² সমীকরণটির সত্যতা মাত্রার সাহায্যে যাচাই কর ।
সমাধান : LHS : E(শক্তি ) এর মাত্রা = [ML²T⁻²]
RHS : ভরের মাত্রা x c (বেগ ) এর মাত্রার বর্গ = [M] x [ LT⁻¹]² = [ML²T⁻²]
LHS = RHS , অর্থাৎ E = m c² সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক ।
2. v² = u² + 2aS সমীকরণটির সত্যতা মাত্রার সাহায্যে যাচাই কর ।
সমাধান :
বাম দিকের v² এর মাত্রা = বেগের মাত্রার বর্গ = [ LT⁻¹]² = [L²T⁻²]
ডান দিকের u² এর মাত্রা = বেগের মাত্রার বর্গ = [ LT⁻¹]² = [L²T⁻²] , 2aS এর মাত্রা = ত্বরণের মাত্রা x সরণের মাত্রা = [LT⁻²] x[ L] = [ LT⁻¹]² = [L²T⁻²]
উভয় দিকের প্রত্যেক অংশের মাত্রা সমান । অতএব সমীকরণটি মাত্রাগত দিক থেকে সঠিক ।
3.F = ma সমীকরণটির সত্যতা মাত্রার সাহায্যে যাচাই করো ।
সমাধান - বামদিকের বল (F) এর মাত্রা = [MLT⁻²]
ডানদিকের মাত্রা = ভর (m) এর মাত্রা x ত্বরণ (a) এর মাত্রা = [M] x [LT⁻²] = [MLT⁻²]
∴ F = ma সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক ।
দৈর্ঘ্য পরিমাপ (Measurement of Lenght):
সাধারণ স্কেল :দৈর্ঘ্য পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সাধারণ স্কেল বলে ।এটি পাতলা কাঠ বা প্লাস্টিকের বা ইস্পাতের তৈরি হয় ।
পরিমাপে ত্রুটি :
লম্বন ভুল : স্কেল এর সাহায্যে পাঠ নেওয়ার সময় চোখ স্কেল এর পাঠ বিন্দুর সঙ্গে লম্ব ভাবে না থেকে হেলানো অবস্থায় থাকলে পাঠে যে ত্রুটি হয় তাকে লম্বন ত্রুটি বলে ।
সময়ের পরিমাপ (Measurementof Time): কোনো ঘটনা নিৰ্দিষ্ট সময়ের অবকাশে ঘটলে ওই অবকাশ সময়ের পরিমাপ দেয় ।এটাই সময় পরিমাপের নীতি ।প্রাচীন কালে পৃথিবীর আহ্নিক গতিকে কাজে লাগিয়ে সূর্য ঘড়ির সাহায্যে সময় পরিমাপ করা হতো ।নির্ভুলভাবে সময় পরিমাপের জন্য ক্রোনোমিটার ,সেন্ট্রনাম ,ইলেকট্রনিক ডিজিটাল ঘড়ি ও সিজিয়াম ঘড়ি ব্যবহৃত হয় ।
স্টপওয়াচ - এই ধরনের ঘড়িকে ইচ্ছামত চালানো ও বন্ধ করা যায় ,এই ঘড়িকে স্টপওয়াচ বা বিরাম ঘড়ি বলে ।বিভিন্ন প্রতিযোগিতায় এই ঘড়ির সাহায্যে সময় মাপা হয় ।এর সাহায্যে 1/10 সেকেন্ড পর্যন্ত নির্ভুল সময় মাপা যায় ।
মেট্ৰোনাম - এই ঘড়ির সাহায্যে উপগ্রহ উৎক্ষেপণের সময় নির্ভুলভাবে সময় পরিমাপ করা হয় ।
ক্রোনোমিটার - এই ঘড়ির সাহায্যে গ্রীনিচের সময় সঠিকভাবে পরিমাপ করা হয় ।
সিজিয়াম ঘড়ি - চৌম্বক ক্ষেত্রে ¹³³Cs পরমাণুর যে কম্পন হয় তাকে কাজে লাগিয়ে এই ঘড়ি তৈরি করা হয় ।এই ঘড়িতে 6000 বছর সময়ে 1 সেকেন্ড ত্রুটি দেখা যায় ।এই ত্রুটি অত্যন্ত নগন্য ।
ইলেকট্রনিক ডিজিটাল ঘড়ি - কোয়ার্টজ কেলাসের কম্পনকেইলেকট্রনিক বর্তনীর সাহায্যে কাজে লাগিয়ে এই ঘড়ি তৈরি করা হয় ।এই ঘড়ির সাহায্যে এক মাইক্রো সেকেন্ড (10⁻⁶) পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করা যায় ।
ভরের পরিমাপ (Measurement of Mass):
সাধারণ তুলাযন্ত্র (Common Balance) - এই যন্ত্রের সাহায্যে আমরা ভর পরিমাপ করি ।
https://photos.app.goo.gl/RgXDiVNveUECdA9o8
এটি মূলত একটি প্রথম শ্রেণীর লিভার যার বল বহু = রোধবহু ।ভর নির্ণয়ের জন্য তুলযন্ত্রের বাম দিকের পাল্লায় বস্তু রেখে ও ডানদিকের পাল্লায় প্রমান মানের বাটখারা রেখে তুলাদণ্ডটি অনুভূমিক করা হয় ।তুলাদন্ডটি অনুভূমিক থাকলে ভ্রামকের নীতি অনুসারে লেখা যায় -
বস্তুর ওজন X OA = বাটখারার ওজন X OB
বস্তুর ভর х g x OA = বাটখারার ভর x g х OB
বস্তুর ভর = বাটখারার ভর ( ∵ OA = OB)
এই নীতির উপর ভিত্তি করে তুলাযন্ত্র কাজ করে ।
ওজন বাস্কের বাট্খারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 রাখার কারণ -
বাট্খারাগুলি এই অনুপাতে থাকলে সবচেয়ে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে 1 থেকে 10 গ্রাম বা 10 গ্রাম থেকে 100 গ্রাম বা 10 মিলিগ্রাম থেকে 100 মিলিগ্রাম বা 100 মিলিগ্রাম থেকে 1000 মিলিগ্রাম ভর সহজে পরিমাপ করা যায় ।যেমন 49.32 গ্রাম ভর মাপতে হলে যে বাট্খারাগুলি ব্যবহার করতে হবে তা হল 20 g +20 g +5 g +2 g +2 g+ 200 mg + 100 mg +20 mg |
( 10 মিলিগ্রামের কম ভর মাপের ক্ষেত্রে রাইডারের ব্যবস্থা থাকে )
ভালো তুলাযন্ত্রের আবশ্যকীয় গুণাবলী :
1.সুবেদী তুলা - যে তুলা যন্ত্রে ভরের সামান্য পার্থক্য বোঝা যায় তাকে সুবেদী তুলা বলে । তুলাযন্ত্রটি সুবেদী হওয়া প্রয়োজন ।তুলাযন্ত্র সুবেদী হওয়ার শর্ত গুলি হল - a ).তুলাদণ্ডটি র দুই বাহূ দীর্ঘ ও হালকা হওয়া দরকার । b).তুলাপাত্রদুটি হালকা হওয়া প্রয়োজন । c)সূচকটি লম্বা হওয়া দরকার ।
2.তুলা সুস্থিত হওয়া প্রয়োজন -তুলাযন্ত্রের সূচকের দোলন যেন খুব বেশি দীর্ঘস্থায়ী না হয় ।
3.তুলা নির্ভুল হওয়া প্রয়োজন - তুলাপাত্রদুটি খালি থাকলে যেন তুলাদন্ডটি অনুভূমিক থাকে ।
নির্ভুল হওয়ার শর্ত - a) তুলাদণ্ডের দুই বাহুর দৈর্ঘ্য ও ভর যেন সমান হয় । b) তুলাপাত্র দুটির ভর সমান হওয়া দরকার ।c) অনুভূমিক অবস্থায় তুলাদণ্ডের ভারকেন্দ্র যেন আলম্বের নীচে অবস্থান করে ।
d) তুলা দৃঢ় হওয়া প্রয়োজন অর্থাৎ ভর চাপালে তুলাদণ্ড যেন বেঁকে না যায় ।
4.তুলাযন্ত্রটি যেন দৃঢ় হয় -তুলাযন্ত্রের বিভিন্ন অংশ যেন মজবুত হয় ।
অসম ভরের তুলাপাত্র যুক্ত তুলাযন্ত্রে ভর নির্ণয় -
তুলাপাত্রদুটির ভর অসমান হলে ভর পরিমাপে ত্রুটি হয় । এক্ষেত্রে বস্তুটিকে একবার বামপাত্রে এবং একবার ডানপাত্রে রেখে ভর নির্ণয় করতে হবে ।দুই ক্ষেত্রে ভর m₁ ও m₂ হলে বস্তুটির প্রকৃত ভর হবে m = (m₁ + m₂)/2 |
অসম দৈর্ঘ্যর বাহুযুক্ত তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর নির্ণয় -
দুলাদণ্ডের দুই বাহুর দৈর্ঘ্য অসমান হলে ভর নির্ণয়ে ত্রুটি দেখা যায় ।এক্ষেত্রে প্রথমে বামপত্রে বস্তু রেখে পরে ডানপাত্রে রেখে ভর নির্ণয় করা হয় । এই দুই ক্ষেত্রে ভর যথাক্রমে m₁ এবং m₂ হলে প্রকৃত ভর m হলে m = √(m₁m₂) |
আয়তন মাপক চোঙ এবং সাধারণ তুলার সাহায্যে অসম আকৃতির বস্তুর আয়তন ও উহার উপাদানের ঘনত্ব নির্ণয়
প্রথমে সাধারণ তুলার সাহায্যে বস্তুর ভর নির্ণয় করা হল ।মনে করি বস্তুটির ভর = M |মাপক চোঙে কিছুটা জল নিয়ে তার পাঠ নেওয়া হলো ।মনেকরি এই পাঠ V₁ cm³ | এরপর অসম আকৃতির বস্তুটিকে ধীরে ধীরে জলের মধ্যে ডুবিয়ে আবার মাপনী চোঙের জলের আয়তনের পাঠ নেওয়া হল ।মনেকরি এই পাঠ V₂ cm³ | বস্তুটির আয়তন হবে (V₂ - V₁) cm³ |
অতএব বস্তুটির ঘনত্ব = বস্তুর ভর /বস্তুর আয়তন = M/(V₂ - V₁) g/cm³
গানিতিক উদাহরনঃ1. একটি লোহার ভর 380 g এবং আয়তন 50 cm³ হলে, লোহার ঘনত্ব কত হবে ?
সমাধান -
আমরা জানি ঘনত্ব = ভর /আয়তন = 380/50 g cm⁻³ = 7.6 g cm⁻³
2.CGS পদ্ধতিতে সোনার ঘনত্ব 19.3 গ্রাম /সেমি³ হলে SI এককে সোনার ঘনত্ব কত ?
সমাধান :
সোনার ঘনত্ব = 19.3 গ্রাম /সেমি³ ( 1 গ্রাম = 1/1000 kg = 0.001 kg | (1 cm)³ = (1/100 m)³ = (0.01m)³ = 0.000001 m³ )
∴ সোনার ঘনত্ব= 19.3 গ্রাম /সেমি³ = 19.3 x 0.001 /0.000001 kg/m³ = 19300 kg/m³ |
3. 4⁰C তাপমাত্রায় 20 g জলে একটি পাত্র পুরোপুরি ভর্তি হয়, ওই পাত্রে 16 g কেরোসিন ধরলে কেরোসিনের ঘনত্ব কত ?
সমাধান :
4⁰C তাপমাত্রায় 1 গ্রাম জলের আয়তন 1 cm³ | অতএব জলের আয়তন 20 cm³ অর্থাৎ পাত্রটির আয়তন 20 cm³ ।
∴ 16 গ্রাম কেরোসিনের আয়তন 20 cm³ ।
সুতরাং কেরোসিনের ঘনত্ব = 16/20 g cm⁻³ = 0.8 g cm⁻³ |
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন -
১.তড়িৎ প্রবাহমাত্রা কী রাশি ?
২.SI পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কী ?
৩.বস্তুর ভার কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?
৪.ঘন কোনের একক কী ?
৫.উস্নতা ,কার্য্য ,ভর ,বল ও ক্ষেত্রফলের মধ্যে কোনগুলি স্কেলার রাশি আর কোনগুলি ভেক্টর রাশি ?
৬.ঘনত্বের SI ও CGS এককের মধ্যে সম্পর্ক লেখো ।
৭.একটি একক বিহীন রাশির উদাহরণ দাও ।
৮.মাত্রা নেই কিন্তু একক আছে এরূপ একটি রাশির উদাহরণ দাও ।
৯.সাধারণ তুলাযন্ত্রের বাট্খারাগুলির ভরের অনুপাত কত ?
স্তম্ভ মেলাও
বামস্তম্ভ
|
ডানস্তম্ভ
|
i)ত্বরণ
|
a)) [MLT⁻²]
|
ii) ওজন
|
b)[LT⁻²]
|
iii)ভরবেগ
|
c)[ MLT⁻¹]
|
iv) শক্তি
|
d)ML²T⁻²][
|
স্তম্ভ মেলাও
বামস্তম্ভ
|
ডানস্তম্ভ
|
i) 10⁻⁶ মিটার
|
a ) ফার্মি
|
ii) 10⁻¹³ মিটার
|
b) আনস্ট্রম
|
iii) 10⁻¹⁰ মিটার
|
c) মাইক্রন
|
iv) 10⁻¹⁵মিটার
|
d) X- একক
|
সঠিক উত্তরটি নির্বাচন কর (MCQ): https://forms.gle/mkBnDon4uJFvPf9M7
1.দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হল -
A) আলোকবর্ষ B) মিটার C) কিলোমিটার D) পারসেক
2.1 nm = কত মিটার ?
A) 100 B) 1000 C) 10⁻⁹ D) 10
3.SI পদ্ধতিতে উষ্নতার এককহল -
A ) K B) ⁰K C) ⁰F D) ⁰C
4. তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার ও একটি ভেক্টর রাশি হল -
A) দ্রুতি ,বেগ Bএর ) সরণ , কার্য C) কার্য , বল D) ক্ষমতা , ত্বরণ
5.সাধারণ তুলাযন্ত্রের ওজন বাক্সের বাট্খারাগুলির ওজন কোন অনুপাতে থাকে ?
A) 1: 2:3: 5 B) 1:2:2:5 C) 1:2:2:3 D) 1:2:3:4
6. মাত্রাহীন কিন্তূ একক যুক্ত একটি রাশি হল -
A) চাপ B) বেগ C) ঘনকোন D) ক্ষেত্রফল
7.1 ⁰A = কত মিটার ?
A) 10⁻⁶ B) 10⁻⁸ C) 10⁻¹⁵ D) 10⁻¹⁰
8.নিম্নলিখিত একক গুলির মধ্যে কোনটি মৌলিক একক ?
A) আলোকবর্ষ B) নিউটন C) লিটার D) মিটার সে ⁻²
9.কোন রাশির মাত্রা হল [ MLT⁻²]
A) ঘনত্ব B) বেগ C) কার্য D) বল
10.ত্বরণের মাত্রা হল -
A) LT⁻² B) LT² C) LT D) LT⁻¹
11.নীচের রাশিগুলির মধ্যে এককহীন রাশিটি হল -
A) আপেক্ষিক গুরুত্ত্ব B ) বেগ C) ভরবেগ D) ত্বরণ
12. 4⁰C উষ্নতায় 5 cm³ জলের ভর হল
A) 5 g B) 3 g C) 4 g D) 20 g
13,কার্যের মাত্রা হল
A) ML²T⁻² B) MLT⁻² C) MLT⁻¹ D) ML²T²
14.সাধারণ তুলা দিয়ে মাপা হয় বস্তুর
A) ওজন B) আয়তন C) ভর D) ভরবেগ
15. SI পদ্ধতিতে ক্ষেত্রফলের একক -
A) সেমি² B) মি² C) সেমি D) মিটার